২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোভিড-১৯ পরিস্থিতিতে আলঝেইমার’স ও প্রবীণ ব্যক্তিগণের মর্যাদা ও যত্ন” শীর্ষক ওয়েবিনার Subro Subro প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০ যুক্তরাজ্যের কেন্ট ব্রেইন ইঞ্জুরি কেয়ার ও গ্লোবাল কোলাবোরেশন এর আয়োজনে এবং স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসসিয়েশনের সহযোগিতায় “কোভিড-১৯ পরিস্থিতিতে আলঝেইমার’স ও প্রবীণ ব্যক্তিগণের মর্যাদা ও যত্ন” শীর্ষক ওয়েবিনার ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, রাত ৯ টায় জুম মিটিং এপ্লিকেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আলোচনা সূচী বাংলাদেশ সময় রাত ৯.০০ মডারেটর সকলকে শুভেচ্ছা ও সালাম জানাবে ও পরিচিত করবে ৯.০৫ বক্তব্য- সভাপতি ডাঃ এম সাকেল, মূল প্রবন্ধ উপস্থাপন ৯.১৩ জনাব মোঃ হাসান আলীঃ কোভিড-১৯ এ প্রবীণ পরিস্থিতি ৯.১৮ জনাব এডভকেট আলেয়াঃ মেন্টাল ক্যাপাসিটি এক্ট ও বাংলাদেশের প্রবীণ প্রেক্ষিত ৯.২৩ জনাব জীবন কানাই দাসঃ আলঝাইমারস ও প্রবীনদের যত্ন ৯.২৮ জনাব ফসিউর রহমানঃ কোভিড ও প্রবীনদের ঝুকি এবং প্রতিরোধে করনীয় ৯.৩৩ ড. আকবর আলী খানঃ প্রবীনদের ফিজিওথেরাপি ও পুনর্বাসন ও আর্থসামাজিক বাস্তবতা ৯.৪০ জনাব মোহাম্মদ ইসমাইলঃ প্রবীণদের কল্যাণে সরকারের কর্মসূচী ৯.৪৭ প্রশ্নোত্তর পর্বঃ মডারেটর ৯.৫৫ সকল অতিথিদের সমাপনী কিছু কথা ১০.০০ বাংলাদেশ সময়ঃ সমন্বয়ক ধন্যবাদ বক্তব্য দেবেন ১০.০৩ সভাপতি সমাপ্তি ঘোষনা করবেন। উক্ত ওয়েবিনারের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মেডিনিউজবিডি.কম। ওয়েবিনারটি সরাসরি দেখতে চোখ রাখুন মেডিনিউজ ফেসবুক পেজে ২০ সেপ্টেম্বর ২০২০ রাত ৯টায়। আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: