করোনায় আরও ২৪ জনের মৃত্যু Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭২ জনে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণহারানো ২৪ জনের মধ্যে পুরুষ ২০ জন ও নারী চার জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১১৮টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৫২৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৪১১টি। পরীক্ষায় আরও দুই হাজার ২৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৩ হাজার ৯৯১ জনে। এতে আরও বলা হয়েছে, একদিনে মৃত ২৪ জনের মধ্যে পুরুষ ২০ ও নারী ৪ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ ৫ হাজার ১৮৪ জন (৭৬ দশমিক ৫৫ শতাংশ) ও নারী এক হাজার ৫৮৮ জন (২৩ দশমিক শূন্য ৪৫ শতাংশ)। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৭২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯০ হাজার ৯৫১ জনে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: