সারাদেশে ২০টি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

চলতি মাসে ঢাকাসহ সারাদেশের ২০টির বেশি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সারাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এগুলো সিলগালা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. ফরিদ মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে এ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই ২০টির বেশি হাসপাতাল ও ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় স্থানীয় পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা এ অভিযান পরিচালনা করছেন বলে জানান ডা. ফরিদ।

তিনি বলেন, ফরিদপুর ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে কয়েকজন ভূয়া চিকিৎসককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক বলেন, লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যাদের লাইসেন্স আছে কিন্তু মেয়াদ নেই তাদেরকে লাইসেন্স নবায়ন করার সুযোগ দেওয়া হবে। তবে যারা এই নির্দেশনা মানবে না সেসব প্রতিষ্ঠান সিলগালা করা হবে বলে জানান তিনি।

অভিযান অব্যাহত থাকায় এখনই জরিমানার অংক ও সিলগালাকৃত হাসপাতালের সংখ্যা বলা সম্ভব নয় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. ফরিদ মিয়া

আপনার মতামত দিন :