করোনা ভাইরাস প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসকদের বিশেষ সতর্কবার্তা

Omar Omar

Faruque

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

স্টাফ রিপোর্টারঃ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসকগণের প্রতি বিশেষ সতর্কবার্তা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)

রবিবার (২২মার্চ ২০২০) বিপিএ এর দপ্তর সম্পাদক ডা. কে এম এমরান হোসেন (পিটি) সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় “বিশ্ব স্বাস্থ্য সংস্থা নভেল করোনা ভাইরাস COVID-19 কে বৈশ্বিক মহামারী আখ্যা দিয়েছে এবং বাংলাদেশে এর পাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। ফিজিওথেরাপি চিকিৎসকগণ সহজেই রোগীদের সংস্পর্শে আসেন এবং প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিগণ এ সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এমতাবস্থায়, ফিজিওথেরাপি চিকিৎসকগণকে নিন্মোক্ত নির্দেশাবলী অনুসরণ করার আহবান জানানো যাচ্ছে রোগী দেখার আগে ও পরে নিয়মিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত উপায়ে হাত ধুবেন।রোগী দেখার সময়ে হাত দিয়ে চোখ, মুখ, কান, নাক স্পর্শ করবেন না, কাশি পেলে টিস্যু দিয়ে ঢেকে কাশি দিন ও টিস্যু ভালভাবে ডিসপোজ করুন।ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে রোগী দেখুন।আপনার চেম্বারে ভিড় না জমিয়ে সময় মেনে এপয়েন্টমেন্ট প্রদান করুন, যাতে ভিড় না হয় ও ভিড়ে যাবেন না। আপনার চেম্বারে বা কর্মস্থলে কোন রোগী বিদেশ ফেরত হলে তিনি সরকার প্রদত্ত নিয়মে কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন কিনা তা নিশ্চিত হয়ে চিকিৎসা দিন। আপনি, আপনার স্টাফ, আপনার সহকর্মী, আপনার পরিবারের কারো ফ্লু জনিত উপসর্গ এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাসায় পাঠান ও আলাদা থাকতে বলুন। আপনার রোগী ও স্টাফকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করুন।জ্বর, কাশি বা অন্যান্য অসুস্থ ব্যক্তিকে আপাতত ফিজিওথেরাপি চিকিৎসা বিকল্প পরামর্শ দিয়ে প্রদান করিন,প্রয়োজনে টেলি-ফিজিওথেরাপি সেবা দিন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় ৮ই মার্চ। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।

এরপর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।

পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।

এরপর ১৮ই মার্চ বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর খবর জানানো হয়।

গতকাল (শনিবার) স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মারা যাওয়া দু’জনের বয়সই ৭০ এর বেশি ছিল।

শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ২৪ জন।

আপনার মতামত দিন :