উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর ফিজিওথেরাপি পদ সৃজনের আহবান জানিয়েছেন সাংসদ ও চিকিৎসকগণ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

৮ সেপ্টেম্বর ফিজিওথেরাপি দিবসের আলোচনায় উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর ফিজিওথেরাপি পদ সৃজনের আহবান জানিয়েছেন মহান জাতীয় সংসদের স্পীকার, সাংসদ এবং জাতীয় চিকিৎসক নেতৃবৃন্দ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) আয়োজিত “ফিজিওথেরাপি চিকিৎসা পেশা ও বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলে রাব্বী মিয়া, এমপি, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, এবং জনাব মোঃ সাইফুজ্জামান শেখর, এমপি, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১।

নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি ও সমাজসেবী কামরুন্নেসা আশরাফ সকল প্রতিবন্ধী ও বিশেষ বিদ্যালয়ে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট নিয়োগে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আহবান জানান। জনাব মোঃ সাইফুজ্জামান শেখর উপজেলা পর্যায়ে ফিজিওথেরাপিস্ট নিয়োগে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন দেশকে উন্নয়নের মহাসড়কে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন উপজেলা পর্যায়ে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট পাশাপাশি কাজ করে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন করা সম্ভব, তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ডাঃ মোঃ এনামুর রহমান বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক পর্যায়ে ফিজিওথেরাপির নামে অপ-চিকিৎসা বন্ধ হবে, তিনি আরো বলেন সরকারি পর্যায়ে ফিজিওথেরাপিস্ট নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। জনাব মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, দেশের রিহ্যাবিলিটেশন সেবার উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে এবং তৃণমূল পর্যায়ে ফিজিওথেরাপিস্টগণ সেবা প্রদান করে যাচ্ছেন। তিনি রিহ্যাবিলিটেশন কাউন্সিল বাস্তবায়ন ও রাজস্বখাতে ফিজিওথেরাপিস্ট নিয়োগে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের দাবীর প্রতি সমর্থন জানান। জনাব মোঃ ফজলে রাব্বী মিয়া সরকারী হাসপাতালে ফিজিওথেরাপির প্রথম শ্রেণির শূন্যপদে নিয়োগ, রিহ্যাবিলিটেশন কাউন্সিল বাস্তবায়ন, মহাখালীর সাততলা বস্তিতে কলেজ অব ফিজিওথেরাপির বাস্তবায়ন এবং উপজেলা সদর হাসপাতালে প্রথম শ্রেণির ফিজিওথেরাপি পদ সৃজনে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ ফিরোজ কবীর ও ডাঃ শামীম আহমেদ। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ শাহাদাৎ হোসেন ও সভাপতি ডাঃ সনজিত কুমার চক্রবর্তী দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে বিপিএ এর কার্যক্রম অব্যাহত রাখার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত দিন :