বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (২০২০-২০২৩) কার্যকরী পর্ষদ ঘোষনা,নির্বাচনের ফলাফল প্রকাশ

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

মোহাঃ নূরনবী তন্ময়, সিআরপি ক্যাম্পাস (সাভার)।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) কেন্দ্রীয় কার্যকরী পর্ষদ নির্বাচনে ডাঃ সনজিত কুমার চক্রবর্তী সভাপতি ও ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে ডাঃ মোঃ বখতিয়ার, ডাঃ বাহাউদ্দিন বায়জিদ, ডাঃ মুহাম্মদ মোখলেছুর রহমান সিদ্দিকী, ডাঃ আবিদা সুলতানা, ডাঃ মুহাম্মদ মহিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডাঃ মোঃ ফিরোজ কবির, ডাঃ মোঃ মহিউদ্দিন, ডাঃ মুহাম্মদ সাইফুল ইসলাম, ডাঃ আবু মোঃ রামিম, কোষাধ্যক্ষ পদে ডাঃ মোঃ জাহিদ হোসেন, যুগ্ম-কোষাধ্যক্ষ পদে ডাঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ কাজী মোঃ এমরান হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ মোঃ নেছার উদ্দিন, দপ্তর সম্পাদক পদে ডাঃ এ. এন.এম. মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে ডাঃ নাজির আরেফিন, প্রকাশনা সম্পাদক পদে ডাঃ এহসানুর রহমান, মহিলা ও কল্যাণ সম্পাদক পদে ডাঃ রোকসানা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডাঃ সাদ্দাম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডাঃ এস. এম. জাহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক পদে ডাঃ গোলাম কিবরিয়া এবং কার্যকরী সদস্য পদে অধ্যাপক ডাঃ মোঃ ওবায়দুল হক, ডাঃ আনোয়ারুল কাদের নাজিম, ডাঃ মুহাম্মদ আনোয়ার হোসেন, ডাঃ গৌতম বাড়ৈ, ও ডাঃ মোঃ শফিউল্লাহ প্রধান নির্বাচিত হয়েছেন। এক প্রেস বিজ্ঞতিতে এসব জানানো হয়।

নতুন কমিটি ২০২০-২০২৩ মেয়াদে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কার্যক্রম শুরু করা, কলেজ অব ফিজিওথেরাপি এর বাস্তবায়ন এবং সরকারী পর্যায়ে প্রথম শ্রেণীর পদ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবেন। পাশাপাশি ফিজিওথেরাপি বিষয়ে জনসচেতনতা তৈরি, ফিজিওথেরাপির নামে অপ- চিকিৎসা প্রতিরোধ, ফিজিওথেরাপি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং স্বাস্থ্য ও পুনর্বাসন খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন।

আগামী ১ সেপ্টেম্বর ধানমন্ডি ৩২ এ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে জানান কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত জুনে/২০২০ বিপিএ পর্ষদের কমিটির মেয়াদ শেষ হয়। তারপর থেকে নতুন কমিটি গঠনের বাস্তবায়ন হাতে নেন।

আপনার মতামত দিন :