দেশে ১ চিকিৎসক ও ২ নার্স করোনায় আক্রান্ত Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ দেশে করোনাভাইরাসে ১ জন চিকিৎসক ও ২ জন নার্স আক্রান্ত হয়েছে । সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ ২৩ মার্চ (সোমাবার) এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান। ফ্লোরা আরো জানান, দেশে আক্রান্তের সংখ্যা ৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩জন। গত ২৪ ঘন্টা আরো ৬ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩জন পুরুষ ও ৩জন নারী। এ পর্যন্ত মোট স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৩ জন। এর মধ্যে ২ জন নার্স ও ১ জন ডাক্তার রয়েছেন। তিনি আরো জানান, এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৬২০ জনের। শুধু গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৫৬ জনের। করোনা সন্দেহে ও করোনা নিশ্চিত হয়ে আইসোলেশনে আছে ৫১ জন। বিভিন্ন হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টানে আছে ৪৬জন। বর্তমানে আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১৫ জন ঢাকায় আক্রান্ত হয়েছে। তাছাড়া মাদারীপুরে ১০ জন, নারায়গঞ্জে ৩ জন, গাইবান্ধা ২ জন, কুমিল্লাতে ১ জন, গাজীপুরে ১ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: