করোনাভাইরাস: কিটের পর এবার জ্যাক মার ৩ লাখ মাস্ক ঢাকায়

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে দিনরাত কাজ করে যাওয়া চিকিৎসকদের জন্য জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের দেয়া করোনা প্রতিরোধ সরঞ্জামাদি ঢাকায় পৌঁছেছে।  আজ রোববার (২৯ মার্চ) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে এসব সুরক্ষা সামগ্রী পৌঁছায়।

সূত্রে জানা গেছে, এবার সাহায্য সামগ্রীর মধ্যে রয়েছে চিকিৎসকদের জন্য প্রায় ৩ লাখ মাস্ক।এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে হস্তান্তর করবেন চীনা দূতাবাসের কর্মকর্তারা।

ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, ভালোবাসার উপহার স্বরূপ জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশনের দেয়া এসব মাস্ক চীনে তৈরি হয়েছে। উচ্চ মানসম্পন্ন মাস্কগুলো হাসপাতালে ব্যবহার করার জন্য ব্যবহৃত হবে। চীনে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরাও এ ধরনের মাস্ক ব্যবহার করেছেন।

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশকে সহায়তা করার ঘোষণা দেন আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। এর আগে গত ২৭ মার্চ জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে বাংলাদেশকে অনুদান হিসেবে দেয়া প্রায় ৩০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট চীন থেকে ঢাকায় আসে।

আপনার মতামত দিন :