করোনাভাইরাস: সাধারণ ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত Emon Emon Chowdhury প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের কারণে ওইদিনও সাধারণ ছুটির মধ্যে পড়বে। এর আগে ৯ এপ্রিল পর্যন্ত জারি করা সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে ছুটি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করা হয়েছে।’ আদেশে বলা হয়েছে, ১১ই এপ্রিল পর্যন্ত ছুটি ছিল আগে থেকেই। এবার ১২ ও ১৩ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সরকারি ছুটি থাকায় সাধারণ ছুটির মেয়াদ বাড়বে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দশদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ৩১ মার্চ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা আসে। আর ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ১২ তারিখ থেকে কর্মদিবস পালন করার কথা ছিল। এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হয়, ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাতিল করা হয় ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। ২৪ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদও বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত নেয়া হয়। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: