সিলেটে চিকিৎসক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি পেশায় একজন চিকিৎসক বলে জানা গেছে।

জানতে চাইলে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বলেন, ‘গতকাল নমুনা পাঠানো হয়েছিল। আজকে পজিটিভ রিপোর্ট এসেছে।’

তবে আক্রান্ত ব্যক্তি চিকিৎসক কিনা তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ এর মধ্যে। তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ওই বাসাটি লকডাউন করা হয়েছে।

সূত্রে জানা গেছে, কিছুদিন আগে প্রবাস থেকে এক আত্মীয় তার বাসায় এসেছিলেন। আত্মীয় চলে যাওয়ার পর থেকে তিনি অসুস্থবোধ করছিলেন। পরে নিজে উদ্যোগী হয়ে পরীক্ষা করানোর পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরও একজনের মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছে ১৮ জনের দেহে। এ নিয়ে মোট মারা গেছে ৯ জন, আক্রান্তের সংখ্যা ৮৮।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছ। মৃত ব্যক্তির বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। নতুন করে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ১৮ জনের দেহে ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা। তাদের মাঝে ১২ জন ঢাকা, ৫ জন নারায়ণগঞ্জ এবং একজন মাদারীপুর জেলার অধিবাসী।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে কোভিড-১৯।  এ পর্যন্ত আক্রান্ত হন বিশ্বের ২০৩টি দেশ। করোনায় এখন পর্যন্ত সাড়ে ১২ লাখ ৪ হাজার ২৪৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৪ হাজার ৮০৬ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৪৭ হাজার ৩৪০ জন মানুষ।

আপনার মতামত দিন :