নার্সিং নিবন্ধন’ পরীক্ষার জরুরি বিজ্ঞপ্তি দেওয়ার ১৪ ঘন্টার ব্যবধানে স্থগিত ঘোষনা,ভোগান্তি শিক্ষার্থীরা

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

মোহাম্মদ তন্ময়ঃ স্টাফ রিপোর্টার-
গত বুধবার (৩ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ‘নার্সিং নিবন্ধন’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু ১৪ ঘন্টার ব্যবধানে, ইসরাত জামান-উপসচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ) ও সুরাইয়া বেগম-রেজিষ্টার  (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল) স্বাক্ষরিত পরীক্ষা স্থগিত এক বিজ্ঞতি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞতিতে বলা হয়- অনিবার্য কারণবশত,পরবর্তী নির্দেশনা পর্যন্ত ‘নার্সিং নিবন্ধন’ পরীক্ষা স্থগিত করা হলো। এবিষয়ে পরবর্তী নির্দেশনা নিজেস্ব ওয়েব সাইটে প্রকাশ করবে বলে জানান ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’।
এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা  ভিড় জমিয়েছেন রাজধানী ঢাকাতে। জরুরি ৫ই ফেব্রুয়ারি পরীক্ষার নোটিশ পেয়ে ও সময় স্বল্পতার কারনে অনেক-কে হেলিকপ্টার ও ট্রেন যোগে ঢাকায় আসতে হয়।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মহলে ভোঙান্তি ও ষড়যন্ত্র চলছে বলে ক্ষোভ প্রকাশ করেন নার্সিং নেতারা।
হেলিকপ্টার যোগে রংপুর থেকে আসা তরুন শিক্ষার্থী আলাল মাহামুদ ‘মেডি নিউজ ‘ কে জানান, রংপুর থেকে একদিনের মধ্যে আসাটা একটু কষ্ট সাধ্য, আসাতে পারলেও ক্লান্ত হয়ে পড়ার সম্ভাব্যনা। তাই কয়েক বন্ধু মিলে সিদ্ধান্ত নেয়, হেলিকপ্টার দিয়ে আসার। অতঃপর সকালে রওনা হয়ে বিমানবন্দরে নেমেই ‘নার্সিং নিবন্ধন’ পরীক্ষা স্থগিতের নোটিশ পাইলাম। আসলে কি বলবো, আমাদের ভোগান্তীতে আমরা একেবারে হতাশা।
বিবিজিএনএস সংগঠনের যুগ্ন মহাসচিব  ‘সাব্বির মাহমুদ তিহান জানান, যারা লাইসেন্স পরীক্ষা দিবে সবাকে নিয়ে জোড়ালো আন্দোলন করতে হবে। তাছাড়া রেজিস্ট্রার্ড নার্সরা আন্দোলন করবে কারিগরির বৈধতা নিয়ে। আর লাইসেন্স পরীক্ষার্থীদের আন্দোলন করতে হবে দ্রুত পরীক্ষার দেওয়ার জন্য।

আপনার মতামত দিন :