চাঁদপুরে চিকিৎসক-নার্স কোয়ারেন্টাইনে

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মঙ্গলবার ভর্তি হওয়া এক তরুণীকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের ওই তরুণীকে বর্তমানে আইসোলেমনে রাখা হলেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত নয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল গণমাধ্যমকে বলেন, মেয়েটি জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। স্বজনরা হাসপাতালে নিয়ে আসার পর আমরা তাকে করোনায় আক্রান্ত হতে পারে সন্দেহে আইসোলেশনে ভর্তি করেছি। তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরএ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসার পর করোনা আক্রান্ত কি না নিশ্চিত হওয়া যাবে।

আরএমও সুজাউদ্দৌলা আরও বলেন, ওই তরুণীর স্বজন এবং হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক ও যারা রোগীকে স্পর্শ করেছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্লাহ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার থেকে গত সোমবার পর্ন্ত মোট ২৪ জনের নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে। এর মধ্যে মতলব উত্তর উপজেলার মুন্সিকান্দি গ্রামের মৃত জুলেখা বেগমসহ ১৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি সাতজনের রিপোর্ট অপেক্ষামাণ রয়েছে।

বর্তমানে জেলার হাইমচরে ভারত থেকে আসার একজন কোয়ারেন্টাইনে রয়েছে জানিয়ে সিভিল সার্জন বরেন, জেলায় সর্বমোট ২ হাজার ১৭৪জন এখন কোয়ারেন্টাইনমুক্ত।

তবে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেকেই বিভিন্ন জেলা-জায়গা থেকে নদীপথে চাঁদপুরে আসছেন। এদের আসা ঠেকানো দরকার। না হয় চাঁদপুরের এপর্যন্ত ভালো পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে।

আপনার মতামত দিন :