গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে তরুণ ইন্টার্ণ ডিপ্লোমা চিকিৎসকের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক তরুণ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। পরীক্ষার জন্য মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের কাজ চলছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাত ১টায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই ব্যক্তি ২১ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছেন। তিনি সেখানে একটি বেসরকারি মেডিকেলে কাজ করতেন। কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। হাসপাতালে চিকিৎসা নেননি। এরপর মঙ্গলবার রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।

এ প্রসঙ্গে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুস সালাম গনমাধ্যমকে বলেন, ‘আমরা সেখানে লোক পাঠিয়েছি। মৃত ব্যক্তির বয়স ২৭ বছর। তিনি ও পরিবারের অন্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। দাফনের জন্য প্রশিক্ষিত একটি দল সেখানে পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।’ তিনি আরও বলেন, প্রশাসন হয়তো ওই বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করে দেবে।

আপনার মতামত দিন :