কিশোরগঞ্জে চিকিৎসকসহ ৬ জনের শরীরে করোনা শনাক্ত Emon Emon Chowdhury প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ কিশোরগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে আরো ৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত চিকিৎসক শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা। শনিবার (১১ এপ্রিল) সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ডা. মুজিবুর রহমান বলেন, ‘আক্রান্ত চিকিৎসক এখনো পোষ্ট গ্রেজোয়েশনে পড়াশোনা করছে। তার স্ত্রী সরকারি চিকিৎসক। তিনি করিমগঞ্জ উপজেলা হাসপাতালে কর্মরত আছেন। স্ত্রী সন্তানের স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছি। তবে তাদের কোন করোনা উপসর্গ নেই।’ তিনি আরো বলেন, ‘আক্রান্ত চিকিৎসকের করিমগঞ্জে ট্রাভেল হিস্ট্রী আছে। ওই এলাকায় আরো আগেই একজন করোনা শনাক্ত হয়েছে। তবে কিভাবে তার শরীরে সংক্রমণ হলো সেটা আমরা ধারণা করতে পারছি না। তিনি আমাদের এখানেই চিকিৎসারত আছেন, শারীরিক অবস্থাও আগের তুলনায় কিছুটা ভালো আছে।’ জানা গেছে, চিকিৎসক ছাড়াও এ তালিকায় রয়েছে বত্রিশ জেলাস্মরণী মোড় এলাকায় একজন বয়ষ্ক নারী, ভৈরবে কর্মরত একজন পুলিশ সদস্য, ইটনা উপজেলার পাগলসী গ্রামের একজন নারী, একই উপজেলার বেতেগা গ্রামের একজন ইউনিয়ন পরিষদ সদস্য, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের একজন কৃষক রয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ৭ জনে গিয়ে দাঁড়িয়েয়েছে। এর আগে গত ৬ এপ্রিল জেলার করিমগঞ্জ উপজেলার মুসলিম পাড়া গ্রামের শ্বাসকষ্ট রোগে মারা যাওয়া ঢাকা ফেরত ব্যবসায়ীর শরীর থেকে নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বিগত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা ও স্থানের ১৪৮ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এরইমধ্যে ২৬ ব্যক্তি কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে, ৪৮ জনের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় সংক্রমণের কোনো আলামত পাওয়া যায়নি। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: