করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯ Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে মারা যাওয়াদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। এছাড়া যারা আগে থেকে আক্রান্ত, তাদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৯ জন। বর্তমানে সারাদেশে মোট ২০ হাজার ৫২৫ জন কোয়ারেন্টাইনে আছেন উল্লেখ করে এতে আরও জানানো হয়, তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯ হাজার ১১১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এক হাজার ৪১৪ জন রয়েছেন। প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর থেকে এ সংখ্যা দ্রুতই বেড়ে চলেছে । প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথমে কয়েকটি জেলায় পরে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। উৎসাহিত করা হচ্ছে মানুষে মানুষে সামাজিক দূরত্বে। জনসাধারণকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর পর সারাপৃথিবীতে ছড়িয়ে পড়লে এ ভাইরাস বৈশ্বিক মহামারিতে পরিণত হয়। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ১৮ লাখ। মারা গেছেন এক লাখ ৮ হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়েছেন চার লাখ মানুষ। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: