মহামারী কোভিড-১৯ মোকাবেলায় দেশের ওষুধ কোম্পানিগুলোর কেমন প্রস্তুতি? Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ মহামারী করোনা ভাইরাসের চিকিৎসায় কাজে আসবে, এমন ওষুধ নিয়ে কাজ করেছে বিশ্বের অনেক ছোট-বড় কোম্পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুনির্দিষ্ট কোন ওষুধের স্বীকৃতি না দিলেও পরীক্ষামূলক অনেক ওষুধ ব্যবহারে পাওয়া যাচ্ছে সফলতা। করোনা ভাইরাস মোকাবেলার প্রস্তুতি হিসাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের কোম্পানিগুলোও বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করে রাখতে শুরু করে। ইতোমধ্যেই হাইড্রোক্সিক্লোরোকুইনের পাশাপাশি ফ্যাভিপিরাভি, ওসেল্টামিভি ও ইভারমেকটিন প্রস্তুত করবে বলে জানিয়েছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফ। জাপানে ফুজির তৈরি ফ্যাভিপিরাভির ওষুধটির ব্রান্ড নেম অ্যাভিগান। এটি করোনা ভাইরাস রোগীদের সু্স্থ করতে পারে কিনা, তা নিয়ে এখন পরীক্ষানিরীক্ষা চলছে। বাংলাদেশের আরেকটি বেসরকারী প্রতিষ্ঠান বিকন ফার্মা ফ্যাভিপিরাভির তৈরি করতে শুরু করেছে বলে জানিয়েছে। গণমাধ্যমকে বেক্সিমকো ফার্মার একজন কর্মকর্তা জানিয়েছেন, রেমডেসিভির বাদে অন্যসবগুলো ওষুধ প্রস্তুত করতে শুরু করেছেন তারা। অনুমোদন পাওয়া গেলেই সরবরাহ শুরু হবে। এছাড়া জিসকা ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসও এ ধরণের ওষুধ তৈরি করতে শুরু করেছে। অধ্যাপক বিল্লাল আলম বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোম্পানিগুলো নিয়মিত উৎপাদন করছে। এছাড়া ফ্যাভিপিরাভির উৎপাদন শুরু করেছে বেক্সিমকো, ইনসেপটা, বিকন ফার্মাসহ কয়েকটি কোম্পানি। তারা এর মধ্যেই বাজারজাত করার জন্য আবেদন করেছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: