দিল্লির ক্যান্সার হাসপাতাল যেন করোনার খনি!

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
সারা বিশ্ব থেমে আছে যেন করোনা ভাইরাসের কারণে। পার্শ্ববর্তী দেশ ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ভারতে এই আতঙ্ক  বাড়িয়েছে দিল্লির একটি ক্যান্সার হাসপাতাল। হাসপাতালটি করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যান্সার হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৮ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। এই ২৮ জনের মধ্যে চারজন ক্যান্সার রোগী।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সার আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর করোনা মোকাবেলায় শক্তিশালী ইমিউনিটি একমাত্র ঢাল। এই পরিস্থিতিতে ক্যান্সার হাসপাতালে উদ্বেগ বেড়েছে। হাসপাতালেরই এক ডাক্তার এখানে প্রথম কোভিড-১৯ ছড়িয়েছেন বলে জানা গেছে।

 

ওই ডাক্তারের ভাই ব্রিটেন থেকে ফেরেন। আইসোলেশনে না থেকে একই বাড়িতে একসঙ্গে বাস করছিলেন তারা। ডাক্তারের প্রথম করোনা ধরা পড়ে। তাঁর থেকেই এই ভাইরাস হাসপাতালের বাকিদের মধ্যে ছড়ায়।
আপনার মতামত দিন :