করোনা: নরসিংদীতে চিকিৎসকসহ আক্রান্ত ১৬, সিভিল সার্জন অফিসের ৭ জন Emon Emon Chowdhury প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ মরণব্যাধী করোনাভাইরাসে নরসিংদীতে এক দিনে ১৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, বেসরকারি একটি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি ও সিভিল সার্জন কার্যালয়েরই সাতজন রয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৮ জনের নমুনা পরীক্ষা করে গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে সেখান থেকে জানানো হয়, ১৬ জন করোনায় আক্রান্ত। এর আগে শনাক্ত হওয়া চারজনসহ পুরো জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০ জন। সিভিল সার্জন মো. ইব্রাহীম গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকের শরীরে করোনাভাইরাসের তেমন কোনো উপসর্গ নেই। তবু ঝুঁকি কমাতে আক্রান্তদের সবাইকে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হবে। যাঁরা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল পর্যন্ত মোট ১৪৪ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে এখন পর্যন্ত ২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালকে ৮০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: