গাজীপুরে ওসিসহ ১৫ পুলিশ কোয়ারেন্টাইনে Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ গাজীপুর মেট্রোপলিটন এলাকার এক উপপরিদর্শকের (এসআই) শরীরের কনোরাভাইরাস শনাক্তের পর ওই থানার ওসিসহ ১৫ সদস্যকে সোমবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে গাজীপুর মহানগরীতে চারজনের দেহে করোনা পজেটিভ শানাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজনই একই বাসার বাসিন্দা। তারা হলেন নগরীর গাছা থানার বটতলা সড়কের বাসিন্দা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) এবং তিনি যে বাসায় ভাড়া থাকেন সে বাসার মালিক ও তার ১৪ বছরের কিশোরী মেয়ে। আক্রান্ত অপরজন হলেন গাজীপুর সিভিল সার্জন অফিসের একজন প্রোগ্রামার। পুলিশ কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসার পর সোমবার বিকালে গাছা থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশন)সহ ১৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো.শাহীন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআইয়ের করোনাভাইরাস পজেটিভ হয়েছে। তিনি গাছা এলাকার যে বাসায় ভাড়া থাকেন ওই বাসার মালিকের স্ত্রীর রবিবার করোনাভাইরাস পজেটিভ হয়। বাসাটি লকডাউন করে রবিবার বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বাসার মালিক ও তার মেয়ে এবং ওই বাসার ভাড়াটিায়া পুলিশের এসআইয়ের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত তিনজনই বাসায় আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া সিভিল সার্জন অফিসের এক কর্মচারী আক্রান্ত হওয়ায় রবিবার সিভিল সার্জনসহ ১৩ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়। তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হলে সোমবার ওই অফিসের প্রোগ্রামারের করোনা পজেটিভ আসে। গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, আক্রান্ত এসআইয়ের সংস্পর্শে আসায় ছয় পুলিশ কর্মকর্তাকে বাসায় এবং তিনিসহ নয়জন অফিসেই কোয়ারেন্টাইনে রয়েছেন। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: