দেশে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,০১২ জনে

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১,০১২ জনে ও মৃতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মোট ১,৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পূর্বের কিছু নমুনাসহ রেকর্ড ১,৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০৯ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত করা হয়। তবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী সুস্থ হননি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন পর্যন্ত মোট ২,৬১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

 

আপনার মতামত দিন :