বরিশালে ত্রাণের দাবীতে বিক্ষোভ করেছে অসহায় মানুষ Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ ত্রানের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউনিয়া বিসিক এলাকার শ্রমজীবী কর্মহীন কয়েক শত মানুষ । বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে বিসিক সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারনে বেকার হওয়া আন্দোলনরতদের অভিযোগ ত্রান দেয়া নিয়ে স্থানীয় কাউন্সিলর আমির বিশ্বাস তাদের সাথে প্রতারনা করেছে। কাউন্সিলর ১৫ দিন পূর্বে তাদের কাছ থেকে ত্রান দেয়ার কথা বলে ভোটার আইডিকার্ডের ফটোকপি নিয়েছিল তার পরে আর দেখা করেনি। তারা অভিযোগ করেন ২০-২৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি বা জেলা প্রশাসনের কোন সহযোগীতা তাদের করা হয়নি। ফলে পরিবার পরিজন নিয়ে অনেকটা অভূক্ত দিন কাটাচ্ছে তারা। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে ত্রান দেবার আস্বাস দিলে স্থান ত্যাগ করে আন্দোলন কারীরা। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: