সারা দেশকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ সারা দেশকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৬০ জনের। গত ২৪ ঘণ্টায় ২,০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৩৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৫৭২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। এ নিয়ে এখন ৪৬১ জন আইসোলেশনে আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯ জন। সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে ৪৮৮টি প্রতিষ্ঠান। এগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনের সেবা দেয়া যাবে ২৬ হাজার ৩৫২ জনকে। দেশে নভেল করোনা ভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: