আজ ফিজিওথেরাপি চিকিৎসক ডা. মনিরুজ্জামান অলিভের জন্মদিন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

আজ ফিজিওথেরাপি চিকিৎসক ডা. মনিরুজ্জামান অলিভ, পিটি এর ৩৫ তম জন্মদিন। ডা. মনিরুজ্জামান অলিভ বিএইচপিআই-সিআরপি থেকে ফিজিওথেরাপিতে স্নাতক এবং জনস্বাস্থ্য ও বার্ধক্যবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে দেশের স্বনামধন্য হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করেছেন প্রায় দশ বছরের বেশি সময় ধরে।

ফিজিওথেরাপি, জনস্বাস্থ্য ও বার্ধক্যবিজ্ঞান বিষয়ে নিয়মিত কার্যক্রম, গবেষণা ও লেখালিখি করছেন তিঁনি। প্রবীণদের নিয়ে তাঁর একটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয় ২০১৬ সালে। এছাড়াও দেশের কয়েকটি জার্নালে ও সংবাদপত্রে তিঁনি নিয়মিত লেখক।

বর্তমানে উত্তরা অলিভ’স ফিজিওথেরাপি এর প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে আছেন। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিঁনি।

ডা. মনিরুজ্জামান অলিভ, পিটি বাংলাদেশে স্থাপিত বিশ্বের প্রথম ফিজিওথেরাপি আর্কাইভ ও মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। ফিজিওথেরাপি পেশাকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে ও সঠিক পেশাগত অধিকার আদায়ে তাঁর প্রচেষ্টা লক্ষণীয়।

মেডিনিউজ পরিবারের পক্ষ থেকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা রইলো।

আপনার মতামত দিন :