ল্যাব টেকনােলজিস্ট করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কর্মকর্তাসহ ১৪ জন কোয়ারেন্টাইনে Emon Emon Chowdhury প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনােলজিস্ট (৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখায়াত উল্লাহ। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ হাসপাতালের ১৪ জন কর্মকতা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এদিকে, গত কয়েকদিন ধরেই আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করছিলেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নিশ্চিত হতে তিনি তার নিজেরও নমুনা নিয়ে পাঠান পরীক্ষার জন্য । এদিকে ওই ল্যাব টেকনোলজিস্টের শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় তিনি বুধবারও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ছিলেন। রিপোর্ট আসার পর তাকে তাৎক্ষণিক চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আমরা সিভিল সার্জন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: