শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিট লকডাউন, ২৪ চিকিৎসক-নার্স কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

বরিশাল শের-ই -বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মেইল মেডিসিন ইউনিট-৩ কে লক ডাউন। পাশাপাশি ওই ইউনিটের ২৪ জন চিকিৎসক-নার্সকে কোয়ারেন্টিনে যাবার যাওয়ার নির্দেশ দিয়েছেন হাসপাতাল পরিচালক ডা: বাকির হোসেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পরিচালক জানান,১৩ এপ্রিল বাবুগঞ্জ উদয়রপুর এলাকার বাসিন্দা এক অজ্ঞান রোগীকে (৭০) তার আত্মীয়রা ভর্তি করে যায় জ্বর-কাশি-শ্বাসকষ্টের তথ্য গোপন রেখে। ১৫ এপ্রিল ওই রোগীর এক্স-রে রিপোর্ট আসলে সেই রিপোর্ট দেখলে চিকিৎসকদের সন্দেহ হয় এবং তাৎক্ষনিকভাবে তাকে করোনা আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার তার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।
লকডাউনের সিদ্ধান্ত শেবাচিমের অধ্যক্ষ ও মেডিসিনের বিভাগীয় প্রধান এবং ইউনিট প্রধানের সিদ্ধান্ত মোতাবেক হয় এছাড়া বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক ডা: বাকির হোসেন।

আপনার মতামত দিন :