গাজীপুরে ৩২ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০ গাজীপুরে ৩২ জন পুলিশের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানার এবং বাকি ৭ জন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানা পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সোমবারের তথ্যমতে মহানগর পুলিশের গাছা থানায় নতুন ২০ জন পুলিশ সদস্যসহ করোনা ভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন। কয়েকদিন আগে এ থানার আরও ৫ জনের মধ্যে করোনা সংক্রমণ পজেটিভ আসে। গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, গত ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শক প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। গত ১৮ এপ্রিল মেডিকেল টিম গাছা থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। সোমবার তাদের নমুনায় নতুন গাছা থানার আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাছা থানার ২৫ কর্মকর্তা-স্টাফের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গাছা থানার আরও ৪২ জনের মতো পুলিশ ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন সোমবার সন্ধ্যা পর্যন্ত আসেনি। এছাড়া জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাতজনের মধ্যে করোনা সংক্রমণের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। তবে ওই থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে যাদের রিপোর্ট সোমবার রাতেও আসেনি। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: