করোনাভাইরাসে আক্রান্ত নড়াইলের ৪ চিকিৎসক

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবোরেটরিতে পরীক্ষায় ১৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজনই নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক ইকবাল কবীর জাহিদ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার তাদের ল্যাবোরেটরিতে দক্ষিণ-পশ্চিমের সাত জেলার সন্দেহভাজনদের ৬৯টি নমুনা আসে। তার মধ্যে ৬৫টি পরীক্ষার ফল পাওয়া গেছে, যার ১৩টি পজেটিভ। তাদের মধ্যে পাঁচজনই নড়াইলের। পাঁচজনের মধ্যে চারজনই নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

কবীর আরো বলেন, অন্য আটজনের মধ্যে চারজন যশোরের। যশোর সদর হাসপতালে কোয়ারেন্টিনে থাকা সদর উপজেলার চুড়ামনকাটির এক ব্যক্তি,  শার্শা উপজেলার একজন আর চৌগাছা উপজেলার দুইজন। এছাড়ার কুষ্টিয়ার দুইজন, মেহেরপুরের একজন ও মাগুরার একজনের পজিটিভ এসেছে।

যশোরে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের এলাকা অবরুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. শেখ আবু শাহীন।

নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন বলেন, লোহাগড়ায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও এক কর্মীকে তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের ‘শারীরিক অবস্থা তুলনামূলক ভাল’ বলে জানিয়েছেন নড়াইলের করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আনজুমান আরা।

আপনার মতামত দিন :