বরিশালে আত্নীয়ের বাড়ীতে বেরাতে এসে করোনা আক্রান্ত হলেন এক ব্যক্তি!

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

বরিশাল নগরীতে আরো একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বরিশাল নগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০ জনে এবং বরিশাল জেলায় ৩৩ জন।

বুধবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি (পুরুষ-৪৮) নগরীর জিয়া সড়কে ঢাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেরাতে আসেন।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, বরিশাল নগরীতে ১০জন, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলার প্রত্যেকটিতে ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

২১ এপ্রিল ০১ জন চিকিৎসক, ০১ জন নার্স ও ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৭ জন চিকিৎসক, ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগী কয়েকদিন পূর্বেই মৃত্যুবরণ করেছেন।

আজ ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ০১ জন ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রোটোকল মেনে বরিশালে দাফন করা হয়ছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

 

আপনার মতামত দিন :