চুয়াডাঙ্গায় সিনিয়র নার্সসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

চুয়াডাঙ্গায় সিনিয়র নার্সসহ নতুন করে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার চারজন ও সদর উপজেলার দুইজন রয়েছেন।

আক্রান্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক সিনিয়র নার্স, চুয়াডাঙ্গা সদরের একজন, আলমডাঙ্গার এক নারীসহ চারজন। এরা কয়েকদিন আগে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে চুয়াডাঙ্গা ফিরেছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট আমজাদুল ইসলাম চঞ্চল বলেন, জেলার চার উপজেলা থেকে এ পর্যন্ত মোট ১৫৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর, খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে বৃহস্পতিবার ৩৯ জনের তথ্য এসেছে। তাতে ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আপনার মতামত দিন :