বরিশালে চিকিৎসক সহ নতুন করে আক্রান্ত ২!

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ নতুন করে আরো দু’জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল তথ্যের সত্যতা নিশ্চিত করে।

মিডিয়া সেল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে শনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩৩ বছর বয়সী (পুরুষ) চিকিৎসক রয়েছেন। যিনি আক্রান্ত হওয়ার আগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংযুক্তিতে ছিলেন।

এছাড়া অপরজন হলেন বরিশাল নগরের বাংলাবাজার এলাকার বাসিন্দা ৪৫ বছরের এক ব্যক্তি।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৮ জন চিকিৎসক, ৩ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক আক্রান্ত হয়েছেন।

যাদের মধ্য থেকে ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো একজন নার্সসহ তিনজনকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র প্রাপ্তদের মধ্যে ওই নার্স শেবাচিম হাসপাতালেই কর্মরত এবং অপর দু’জন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

হাসপাতালের ওই ওয়ার্ডে বর্তমানে ২৫ জন রোগী থাকায় ২৫টি আলাদা প্যাকেটে এসব প্রয়োজনীয় সামগ্রী রোগীদের জন্য দেওয়া হয়। প্রয়োজনীয় সামগ্রীতে লেবু, লবঙ্গ, এলাচ, দারুচিনি, রসুন, আদা, সরিষার তেল, কালোজিরা ও মাল্টা রয়েছে।

সূত্রঃ বানি

 

আপনার মতামত দিন :