হোম কোয়ারেন্টাইন ভেঙ্গে পালিয়ে আসা রোগীর করোনা ভাইরাস শনাক্ত কক্সবাজারে

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একদিনে আরও সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ও বিকাল দুই শিফটে ১০১ জনের নমুনার মধ্যে সাতজনের করোনা পজেটিভ আসে। সাতজনের মধ্যে মহেশখালীর পাঁচজন, কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়াছরার একজন ও টেকনাফের একজন রয়েছে। এরাসহ কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৪ জন। তবে এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, শুক্রবার (২৪ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে দুই দফায় ১০১জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে সকালের শিফটে দুইজন এবং বিকালের শিফটে ৫জনের পজেটিভ পাওয়া যায়।উল্লেখ্য গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৪ জনের পজেটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে কক্সবাজারের প্রথম করোনা রোগী মুসলিমা খাতুন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও আক্রান্তদের মধ্যে টেকনাফের তিনজন, মহেশখালীর ৮জন, কক্সবাজার সদরের দুইজন রয়েছে।

আমাদের মহেশখালী প্রতিনিধি জানান, গতকাল যে ৫ জন নতুন আক্রান্ত হয় তাদের মধ্যে কালারমার ছড়া ইউনিয়নে ৪ জন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন হোয়ানকে ১ জন। এদের মধ্যে ৪ জন পান ব্যবসার সাথে জড়িত।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম জানান, কালারমারছড়া ইউনিয়নের ১৬ জনের নমুনা সংগ্রহ করে তা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয়েছে। তৎমধ্যে ৪ জন করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। অপর দিকে হোয়ানকের ডেইল্যা ঘোনায়ও একজনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত পান ব্যবসায়ীরা ঢাকা, কুমিল্লা, লাকসাম ও নারায়ণগঞ্জ ফেরত বলে এলাকাবাসীরা জানান। অপরজন সাতকানিয়া থেকে হোম কোয়ারেন্টাইন ভেঙ্গে পালিয়ে এসেছিল বলে জানান প্রতিবেশীরা।

আপনার মতামত দিন :