সাভারে পালিয়ে বেড়াচ্ছে করোনা আক্রান্ত দুই রোগী Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে রাজধানীর উপকণ্ঠ সাভারে বাড়ি থেকে পালিয়েছেন এক রোগী। এছাড়াও আরেক এক পোশাক শ্রমিক পিরোজপুর থেকে এসে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করলেও স্বাস্থ্যসেবা না নিয়ে পুলিশকে মিথ্যে তথ্য দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা এসব তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন ওই চিকিৎসক। স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুকে উল্লেখ করা হয়, পিরোজপুর থেকে এক পোশাক শ্রমিক আশুলিয়ায় চলে আসে। এরপরই ওই জেলার পুলিশ সুপারের মাধ্যমে জানতে তিনি পারেন এই ব্যক্তি করোনায় আক্রান্ত। পরে আক্রান্ত শ্রমিকের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে হাসপাতালে নিয়ে আসার জন্য একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এর দশ মিনিট পর আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক দিপুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আক্রান্ত রোগীর ফোন নম্বর বন্ধ ও তিনি মিথ্যে ঠিকানা দিয়েছেন। এদিকে, সাভারে এক ব্যক্তির নমুনা সংগ্রহের পর তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে পাওয়া যাচ্ছে না আক্রান্ত ওই রোগীকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন ও পুলিশ তার বাড়িতে গিয়েও তাকে খুঁজে পায়নি। ওই ব্যক্তি পালিয়ে গেছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এ ঘটনায় ওই করোনা রোগীর পরিচয় প্রকাশ করে তার সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা। তিনি চরম হতাশা প্রকাশ করে বলেন, পজিটিভ রোগীদের আমরা খুঁজে পাচ্ছি না, পুলিশ এলাকা লকডাউন করে রেখেছে,। প্লিজ তাদের ধরিয়ে দিলে, আমরা তাদের শাস্তি দেবো না, সেবা দেবো। সূত্রঃ বা ট্রি আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: