গফরগাঁওয়ে আধুনিক যান্ত্রিক মেশিনে ধান কাটার উদ্ভোধন করলেন এমপি বাবেল

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

প্রদীপ চন্দ্র দাসঃ-

গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতভাগ ফসল উত্তোলনের পরিকল্পনা বাস্তবায়নের কৃষি বিভাগের উদ্যোগে কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে ইরি-বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন ঐতির্য্যবাহী ২ নং ওয়ার্ড চর কিনারআলগীতে ফসলের মাঠে গিয়ে কৃষকের ধানকাটা মেশিন কুবটা প্রো-৪৮৮
শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের বিনা মূল্য সার ও বীজ ধান বিতরন করেছেন। সরকারী ভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিকমূল্য ধান ক্রয়ের নির্দেশনা বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, এবারের করোনা ভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভতর্কি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়েছে। সরকার ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়ে প্রমান করেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা ভাবেন।

আপনার মতামত দিন :