প্রকৃতি থেকে করোনার উৎপত্তি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা Shaber Hossain Shaber Hossain Chowdhury প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মে ২, ২০২০ প্রকৃতি থেকেই উৎপত্তি হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে চীনের ল্যাবে করোনা ভাইরাস তৈরি হয়েছে। আর এর প্রমাণ তার কাছে আছে। সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, অসংখ্য বিজ্ঞানীদের কাছ থেকে বার বার শোনার পর এ সিদ্ধান্তে এসেছি যে এটা প্রকৃতি থেকেই উৎপত্তি হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনার উৎপত্তি হয়। বিজ্ঞানীরা মনে করেন, কোন প্রাণী থেকেই করোনা মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ করোনার উৎপত্তি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। যদিও চীনের পক্ষ থেকে এই তদন্তের দাবি প্রত্যাখান করা হচ্ছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: