শিশুদের মাটির ব্যাংকের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে Shaber Hossain Shaber Hossain Chowdhury প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ৪, ২০২০ করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে পিরোজপুরের মিনা শিশু নিকেতনের পাঁচ শিশু মাটির ব্যাংকে জমানো টাকা তুলে দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। আজ সোমবার পিরোজপুর সদর উপজেলার মরিচাল গ্রামের ওই প্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থী জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে এ টাকা তুলে দেয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শহিদুল ইসলাম মাজেদ জানান, টিফিনের টাকা থেকে সঞ্চয় করতে প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করা হয়। আর সেখানেই শিক্ষার্থীরা তাদের টাকা সঞ্চয় করে। করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে সরকারকে সহযোগিতা করতে পাঁচ শিক্ষার্থী মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে আসে। মূলত টেলিভিশনে এই দুর্যোগের কথা জেনেই সহযোগিতা করার ব্যাপারে আগ্রহী হয়। শিক্ষার্থীদের টাকার সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষক এবং সংশ্লিষ্টরা আরও টাকা যোগ করে জেলা প্রশাসকের কাছে মোট ১৫ হাজার ৫২২ টাকা ৫০ পয়সা জমা দেন। ২০১৭ সালেও প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বানভাসী মানুষকে সহায়তা করেছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের দানের পরিমাণ ছোট হলেও, এটি একটি বড় প্রয়াস বলে জানান জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। শিশু শিক্ষার্থীদের দেশের প্রতি এই মমত্ববোধ ও ভালোবাসা দেখে বিত্তবানরাও দেশের দুর্যোগকালীন এই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশাবাদী জেলা প্রশাসক আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: