করোনা আক্রান্ত ওসমানী মেডিকেলের ১৬ ইন্টার্ন চিকিৎসক সুস্থ আছেন Shaber Hossain Shaber Hossain Chowdhury প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০ করোনা শনাক্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৬ ইন্টার্ন চিকিৎসক সুস্থ আছেন। তবে তারা মেডিকেল কলেজের হোস্টেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, গত ২৩ এপ্রিল এসব ইন্টার্ন চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা হোস্টেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। কলেজের পক্ষ থেকে তাদের খাবার-দাবার পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, কাজে যোগদানের জন্য এসব ইন্টার্ন চিকিৎসকদের গাজীপুর থেকে বাসে করে সিলেটে আনা হলেও তাদেরকে কাজে যোগদান করানো হয়নি। এরই মধ্যে তাদের আক্রান্ত হবার ১২ দিন অতিবাহিত হয়েছে। তাদের সবার অবস্থা ভালো। গত ২৩ এপ্রিল গাজীপুর ফেরত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই চিকিৎসকের করোনা শনাক্ত হবার পর তার সহপাঠীদেরও শরীরের নমুনা সংগ্রহ করা হলে ৫৩ ব্যাচের ১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট বিভাগে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় আক্রান্ত রয়েছেন সর্বোচ্চ ৭৬ জন। এছাড়া, সিলেট জেলায় ৩৬ জন, সুনামগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: