শেবাচিমে টেকনোলজিস্টের অপরাধে শোকজে বিভাগীয় প্রধান Emon Emon Chowdhury প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০ বারিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) অ্যানাটমি বিভাগের প্রধান ডা. সাধনা চন্দ্র সরকার ও টেকনোলজিস্ট মাহমুদা খানমকে শোকজ করেছে কতৃপক্ষ। টেকনোলজিস্টের অনুপস্থিত থাকার বিষয়টি কর্তৃপক্ষকে না জানানোর জন্য ওই বিভাগীয় প্রধানকে শোকজ করা হয়। বুধবার (৬ মে) বিকেলে মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সারওয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের ভয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে মাহমুদা খানম প্রায় দেড় মাস কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সর্বশেষ তিনি ১৬ মার্চ হাজিরা খাতায় স্বাক্ষর করেছিলেন। এরপর তিনি কর্মস্থলে আর আসেননি। ফলে ৪ মে পর্যন্ত তার হাজিরা খাতায় স্বাক্ষর না থাকার বিষযটি কর্তৃপক্ষের নজরে আসে। ৫ মে মাহমুদা খানমকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে এবং অনুপস্থিত থাকার বিষয়টি কর্তৃপক্ষকে না জানানোর জন্য অ্যানাটমি বিভাগের প্রধান চিকিৎসক সাধনা চন্দ্র সরকারকে শোকজ করা হয়। শোকজে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না তা সাতদিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অ্যানাটমি বিভাগের অফিস সহকারী সুশীল চন্দ্র গণমাধ্যমকে বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মাহমুদা খানম একটি ছুটির আবেদন করেছিলেন। কিন্তু সেটা অনুমোদন করেনি কর্তৃপক্ষ। তবে এর আগে থেকেই তিনি কর্মস্থলে আসা বন্ধ করে দিয়েছিলেন বলেও জানান সুশীল চন্দ্র। তবে মাহমুদা খানম দাবি করেছেন, করোনাভাইরাসের ফলে সরকার ঘোষিত লকডাউনে পরিবহন না থাকায় তিনি কর্মস্থলে আসতে পারেননি। এ বিষয়ে আরও জানা যায়, মাহমুদা খানমের স্বামী মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। স্বামীর প্রভাব খাটিয়ে মাহমুদা খানম কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকেন। মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর ও মাস শেষে বেতন তুলতে আসেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে আতঙ্কে টানা দেড় মাস কর্মস্থলে অনুপস্থিত ওই টেকনোলজিস্ট। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: