সিওমেকের সেই ১৬ ইন্টার্ন চিকিৎসকের ১৫ জনের করোনা নেগেটিভ Emon Emon Chowdhury প্রকাশিত: ৫:৫৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত সেই ১৬ ইন্টার্ন চিকিৎসকের মধ্যে ১৫ জনের করোনা নেগেটিভ এসেছে। এই ১৫ জন ইন্টার্ন চিকিৎসক হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকলেও বাকি একজন নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৭ মে) চার দিনের মাথায় ফের তাদের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। এর আগে গত ৪ মে তাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। এ প্রসঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আরেকবার তাদের নমুনা পরীক্ষা করা হবে। পরপর দুবার নমুনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসলে আমরা একজন রোগীকে সুস্থ ঘোষণা করি। তিনি জানান, গাজীপুর থেকে আসা হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এরপর ৭৮ চিকিৎসককে হোস্টেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ঢাকার ল্যাবে পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। জানা গেছে, ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। ওই গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি নিয়ে লেখেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের কোভিড-১৯ রিপোর্ট আজ পজিটিভ এসেছে। আশ্চর্যর বিষয় হলো কারোরই কোন সাইন/সিম্পটমস নাই!’ করোনার কোন লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। চিকিৎসকদের গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক লিখেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছি। এর আগে গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের গাজীপুর ফেরত এক ইন্টার্ন চিকিৎসকের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তাকে হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে আইসোলেশনে রাখা হয়েছে। তার করোনা শনাক্ত হওয়ার পর ওসমানীর ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখা হয়। এই কোয়ারেন্টাইনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিই সিলেটে করোনা শনাক্ত হওয়া প্রথম রোগী। পরে ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন মারা যান। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুই প্রসূতিসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৬০ জন। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: