মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক মেডিকেল প্রকৌশলী অপারেশন থিয়েটারে মেডিকেল যন্ত্রপাতি মেরামত করায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটারটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ মে) নেয়া এ সিদ্ধান্তের ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাসপাতালের জরুরি অস্ত্রোপচার কার্যক্রম।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু জানান, ৪ দিন আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে মেডিকেল যন্ত্রপাতি মেরামতের কাজ করেন যশোর সরকারি ইলেকট্রো মেকানিক্যাল ওয়ার্কশপের একজন মেকানিক্যাল প্রকৌশলী। সোমবার (১১ মে) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

তিনি বলেন, এটি নিশ্চিত হবার পর ঝুঁকি এড়াতে অপারেশন থিয়েটারে সব ধরনের অস্ত্রোপচার মঙ্গলবার থেকে আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অপারেশন থিয়েটারে গত ৪ দিনে দায়িত্ব পালন করা চিকিৎসক ও সংশ্লিষ্টরাসহ চিকিৎসা নেয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বড় ধরনের জরুরি অস্ত্রোপচারের বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। দুর্ঘটনাজনিত সাধারণ কাটা ছেঁড়ার প্রাথমিক সেলাই ও অন্যান্য কাজ জরুরি বিভাগেই করা যাবে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেন, ২৫০ শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটারে গত ৪ দিনে কর্মরত চিকিৎসকসহ ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও অপারেশন থিয়েটারটি জীবানুমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। অপারেশন থিয়েটার আপাতত বন্ধ আছে।

আপনার মতামত দিন :