কী হয়েছে ‘বিগ বস-১৭’ খ্যাত মুনাওয়ার ফারুকির? নিউজ নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪ ‘বিগ বস-১৭’ বিজয়ী মুনাওয়ার ফারুকি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই স্টোরিতে দেখা গেছে তার হাত। সেই সঙ্গে হাতে লাগানো আইভি ড্রিপ বা যাকে বলে স্যালাইন। দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘লেগে গেল নজর’। ‘খারাপ নজর’ লেগেছে তার, সেই কারণেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার অনুরাগীদের তার দ্রুত আরোগ্য কামনা করার অনুরোধ জানান মুনাওয়ার। তবে মুনাওয়ার ফারুকির ঠিক কী হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানা না গেলেও তার অনুরাগীরা প্রিয় শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করে দিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে ট্রেন্ড করতে থাকে ‘গেট ওয়েল সুন মুনাওয়ার’। মুনাওয়ার ফারুকির এক ভক্ত লেখেন, ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করছি এবং সুস্বাস্থ্য ফিরে পাও জলদি। সাবধানে থেকো!’ অপর একজন লেখেন, ‘ভাই, প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং নিজের সাধারণ জীবনে ফিরে আসো প্রচুর ভালবাসা ও ইতিবাচক শক্তি নিয়ে।’ চলতি মাসের শুরুর দিকেও শিরোনামে উঠে আসেন মুনাওয়ার, ডিম হামলার পর। একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ডিম ছোড়া হয়েছে তার দিকে এবং তাতেই রেগে গেছেন মুনাওয়ার। ভিডিওয় দেখা যাচ্ছে যে ‘অপরাধী’ তার দিকে হাত চালাতে তৈরি মুনাওয়ারকে পিছন থেকে ধরে রেখেছেন এক নিরাপত্তারক্ষী। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কমেডিয়ান একটি নির্দিষ্ট রেস্তোরাঁকে কথা দিয়েছিলেন এসে তাদের ইফতার পার্টির উদ্বোধন করবেন, কিন্তু সেই কথা না রেখে তিনি অপর একটি রেস্তোরাঁয় চলে যান। যার ফলে ওই রেস্তোরাঁর মালিক অত্যন্ত রেগে যান। মুম্বাইয়ের মোহম্মদ আলি রোডে অবস্থিত এই রেস্তোরাঁ। ওই ঘটনার পর মুনাওয়ার ওই রেস্তোরাঁর মালিক ও সেখানকার কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন বলেও জানা গেছে। সৌজন্যে : জাগোনিউজ। আপনার মতামত দিন : SHARES বিনোদন বিষয়: