নাজিরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

নয়ন হালদার :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রথম করোনা আক্রান্ত এক মহিলার রিপোর্ট গতকাল হাতে পেয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, রোগী একজন মহিলা। প্রায় একমাস পূর্বে তার সিজারিয়ান অপারেশন হয়েছে এবং বাচ্চাটির বয়স মাত্র একমাস।রোগী তার পরিবার সহ গত ৪ মে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে শ্রীরামকাঠি আগমন করেন।

 

রিপোর্ট পজেটিভ আসায় গভীর রাতেই আক্রান্ত ব্যাক্তির বাড়ি ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রথমে তারা আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষণা করেন।

তবে রোগী সহ পরিবারের ৮ জন সদস্য আপাতদৃষ্টিতে সুস্থ আছেন।তারা সবাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরে অবস্থান করবে এবং তিনি প্রশাসনের পক্ষ থেকে শিশুখাদ্যসহ আগামী এক সপ্তাহের খাবার রোগীর বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এর মধ্যে পিরোজপুরে একজন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।ডাক্তার এবং যে অটোরিকশায় রোগী পিরোজপুর গিয়েছেন তার চালককে সনাক্ত করে লকডাউন করা হয়েছে।

আপনার মতামত দিন :