করোনা হাসপাতাল হলো চট্টগ্রাম মেডিকেলের একাংশ Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একাংশকে শর্তসাপেক্ষে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৫ মে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাব মতো হাসপাতালের একাংশকে কোভি-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসাবে চালুকরণের অনুমোদন দেওয়া হলো। তবে শর্ত থাকে যে, ১. সাধারণ রোগীদের (Non-Covid) আসা-যাওয়ার জন্য আলাদা রাস্তা ও নিরাপদ থাকতে হবে এবং তাদের স্বাস্থ্যসেবা গ্রহণে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকবেন। ২. স্বাস্থ্যসেবা গ্রহণে আগত সাধারণ রোগীদেরকে কোনো অবস্থাতেই সেবা না দিয়ে ফেরত দেয়া যাবে না। ৩. কিডনি, ক্যান্সার, এবং হৃদরোগসহ অন্যান্য জটিল ও বিশেষ ধরনের রোগীদের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন ও অব্যাহত রাখতে হবে। ৪. কোভিড-১৯ মোকাবিলায় বিভাগীয় ও জেলা কমিটির সঙ্গে সমন্বয় করে সার্বিক স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর পাঠানো ওই চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন/বাজেট), চট্টগ্রাম বিভাগের কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকস) ও চট্টগ্রামের বিভাগীয় পরিচালকসহ (স্বাস্থ্য) সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ►চিঠিটি দেখতে ক্লিক করুন আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: