করোনা প্রকোপে ও থেমে নেই স্বাচিপ সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁনের রোগী দেখা Shahadat Shahadat Hossain প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে রোগী দেখার সময়কালে দেশে কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। আর নোয়াখালী করোনা আক্রান্ত রোগীর সংখা পাল্লা দিয়েই বেড়ে চলছে। ইতিমধ্যে জেলায় ১৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে করোনা ভাইরাসের কারনে অনেক চিকিৎসকের মাঝে অনীহা বা রোগীর সংস্পর্শে না আসার প্রবনতাই বেশি দেখা গেলে ও ব্যতিক্রম ঘটনা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ও আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ফজলে এলাহী খাঁনের ক্ষেত্রে। ক্ষমতাসীন দলের একজন চিকিৎসক নেতা হয়ে ও দায়িত্ব পালনে বিন্দুমাত্র পিছ পা হোন নি। নির্ধারিত সিডিউল অনুযায়ী আজকেও নোয়াখালী জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গিয়ে নোয়াখালী জেলার সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার এ বিএম ফজলুল হক বাদল সহ অন্যান্য ভর্তিকৃত রোগীদের কে দেখেন তিনি। আগের মতই প্রতিটি রোগীর কাছে গিয়েই রোগির শারীরিক অবস্থা দেখেই ব্যবস্থাপত্র দিচ্ছেন। আর রোগীদের রয়েছে তার প্রতি অগাধ আস্থা আর ভালোবাসা। উল্লেখ্য; নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা ল্যাব স্থাপনের ক্ষেত্রে অসামান্য ও অগ্রণী ভূমিকা রাখেন তিনি। যার ফলে শুধু নোয়াখালী জেলায় নয় বিভিন্ন মহলে তিনি প্রশংসিত হচ্ছেন। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: