চট্টগ্রামে হলি ক্রিসেন্ট ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০২০ চট্টগ্রামে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কভিড- ১৯ মোকাবিলায় প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নিজস্ব অর্থায়নে পূর্নাঙ্গ প্রস্তুতকৃত হলি ক্রিসেন্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১মে) দুপুরে বহুল প্রত্যাশিত আইসিইউ এইসডিইউ বেড সম্বলিত ১০০ বেডের ডেডিকেটেড হাসপাতালটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহারিয়ার কবির, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, ৯.১০.১৩. সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, বিএমএ’র চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডা. লেয়াকত আলী খান, নগরীর অভিজাত পার্কাভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামে মানুষের কথা চিন্তা করে আমি প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কে আহ্বান করেছি উনারা আমার আহ্বানে সাড়া দিয়ে করোনা রোগীদের জন্য একটি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করে দিয়েছেন এখন থেকে চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীরা বিনা খরচে এখানে চিকিৎসা পাবেন, বর্তমানে ১০০ বেড হলেও যথাক্রমে ২০০ বেড করার পক্রিয়া চলমান। এসময় চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন তাদের নিজস্ব অর্থায়নে পরিত্যক্ত এই হাসপাতালটিকে একটি পূর্নাঙ্গ ডেডিকেটেড হাসপাতাল তৈরি করে দিয়েছেন, তবে এটি এখন সম্পূর্ণ সরকারি খরচে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অধিনে পরিচালনা হবে, এখানে ডা. স্বাস্থ্যকর্মী নার্স এর যোগান দিবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: