মৌলভীবাজারের বড়লেখায় করোনা শনাক্তের পর দুটি ইউনিয়নের দুটি বাড়ি লকডাউন Emon Emon Chowdhury প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০ এফ.টি. উজ্জ্বল আহমেদ | মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বড়লেখায় পুবালী ব্যাংকের এক কর্মকর্তার করোনা শনাক্তের পর উপজেলার পৃথক দুটি ইউনিয়নের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার (২৩মে) রাতে দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি গ্রামে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি এবং তালিমপুর ইউনিয়নের গলগজা গ্রামের আরেকটি বাড়ি লকডাউন করা হয়। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ,শনিবার (২৩মে) ঢাকার ন্যাশনাল ল্যাবের পরীক্ষায় বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি গ্রামের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে । কিন্তু তার শরীরে কোন লক্ষণ বা উপসর্গ ছিল না। তিনি তালিমপুর ইউনিয়নের গলগজা গ্রামে তার বোনের বাড়িতে ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন। এ ঘটনায় শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সহায়তায় আক্রান্ত ব্যক্তির বাড়ি এবং তালিমপুর ইউনিয়নের গলগজা গ্রামের তার বোনের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফেরদৌস আক্তার, স্বাস্হ্য সহকারী রাজেস দেব নাথ, এস আই মো. হজরত আলী, এসআই রকিব মোহাম্মদ উপস্থিত ছিলেন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান আক্রান্ত ব্যক্তির শরীরে উপসর্গ বা লক্ষণ নেই। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, রোগের বিস্তার ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: