এক অদ্ভুত ঈদ মোবারাক

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

রিফাত আল মাজিদ

এমন একটা ঈদ কখনো হয়নি, দুয়া করি যাতে না হয় আর কখনো। এত মানুষের এত মৃত্যু পুরা দুনিয়ায় যে বলার মত না। কত মানুষ ঈদ কাটাচ্ছে কাছের মানুষকে হাসপাতালে রেখে, কত মানুষ কাটাচ্ছে কয়দিন আগে প্রিয়জন কে কবরে রেখে এসে। কতজনের চাকরি চলে গিয়েছে, কতজনের ব্যবসা-বানিজ্য বসে যাওয়া, জানে না কিভাবে চলতে থাকবে দিনকাল। সাস্থকর্মিদের পরপর দুই ঈদের ছুটি বাতিল (গতবার ডেংগির জন্যে)। কতজন আপনজন ভাল থাকলেও দেখা করতে পারছে, সংক্রমনের ভয়ে।

ঈদ খুশির দিন হওয়ার কথা তাই হয়ত অনেকেই শক্ত চেহারা দিয়ে হাসি মুখে পার করে দিবে। তাদের অনেকের হাসির পিছনে হয়তো অশ্রু আটকে আছে। জীবন মরণের খেলায় ঈদ হয়ে গেল অন্যরকম।

এর মাঝে যারা ভাল আছেন, আলহামদুলিল্লাহ। খবর নেন অন্যদের, কে কেমন আছে। শক্তি দেন অন্যকে। এই সময় একে অপরের পাশে না থাকলে কিভাবে হবে?

এক অদ্ভুত ঈদ মুবারাক। তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম (আল্লাহ আমাদের থেকে ও আপনাদের থেকে কবুল করুক)

 

আপনার মতামত দিন :