ঈদের জন্য ছেলেদের যত্ন Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪ প্রত্যেকটা মানুষ চায় সুন্দর হতে, সবাই সুন্দরের প্রতীক, তাকে এবং চুল কিভাবে মানুষের সুস্থ থাকবে এই প্রত্যাশা সকলেই করে। কারণ নিজের সৌন্দর্য নিজের অধিকার, সৌন্দর্য প্রিয়াংশু মানুষ অনেক আছে। তাই আমি বিউটি এক্সপার্ট অ্যান্ড ট্রেইনার শাহরিয়ার সোহেল আপনাদেরকে কিছু ঈদের জন্য যত্ন কিভাবে নিবেন সেই পরামর্শ দিচ্ছি, যেহেতু ছেলেরা বাহিরে রোদে কাজকর্ম থেকে শুরু করে তাদের সংসার এবং জীবন যাপনের জন্য অনেক পরিশ্রম করে, ১। স্কিনের সানটেন বা বলি রেখা ল মূল করেন হচ্ছে তাকে সুন্দর এবং সতেজ রাখা, এর জন্য প্রথমত, সান স্ক্রিন বাধ্যতামূলক লাগাতে হবে, কোন কাছের পার্লারে গিয়ে মেনিকিউর পেটিকিওর করতে হবে, ২। এইতো ছেলেদের ঠোঁট নরমালি কালো হয়ে থাকে সে ক্ষেত্রে গোসলের আগে লেবু এবং চিনি দিয়ে স্কার্ভিং করে মুখটাকে ওয়াশ করতে হবে,, তাহলে ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ৩। ত্বক কে সুন্দর রাখতে ক্লিনজার এবং স্কার্ফ ব্যবহার করতে হবে যদি এগুলো না থাকে তবে ঘরোয়া উপায়ে ব্যাসন, মধু চিনি, লেবুর রস, ডিমের সাদা অংশ এগুলো দিয়ে সুন্দর করে একটা প্যাক তৈরি করে ১৫ মিনিটের মত রেখে মুখে এপ্লাই করতে হবে। ৪। মুখের ব্রাইটেনিং বাড়ানোর জন্য, লেবুর রস, সাদা চালের গুড়া, হলুদ বাটা, মুলতানি মাটি, চন্দন পাউডার, টমেটো ক্যাসাব, এই কয়েকটি উপকরণ দিয়ে গ্লিসারিন মধু দিয়ে মিক্স করে একটা প্যাক তৈরি করে, ১০ মিনিট লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। ৫। যাদের আর্মস এবং বগল কালো থাকে তারা ঘরোয়া উপায়ে সুন্দর একটি টিপস নিতে পারেন,, লেবুর রস, বেকিং সোডা, যেকোনো সাদা পেস্ট (কোলগেট সাদা হলে ভালো হয়) এই তিনটি উপকরণ দিয়ে দশ মিনিট রেখে পাঁচ মিনিট মাসাজ করে, ধুয়ে ফেলুন সুন্দর রেজাল্ট পাবেন। ৬। ছেলেরা বাহিরে থেকে এসে, কোন ভাল মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে, ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখটা ধুতে হবে। তারপর হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে রেখে দিতে পারেন। বিউটি এক্সপার্ট অ্যান্ড ট্রেইনার। ”শাহরিয়ার সোহেল” মডেলঃ রিফাজ সরকার আপনার মতামত দিন : SHARES লাইফস্টাইল বিষয়: