সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৩শ ছাড়ালো

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রতিদিনই জেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রোববার (৭ জুন) রাতে নতুন করে আরও ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৪ জন। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৪৮ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে জেলার ছাতক উপজেলার ২২ জন, জামালগঞ্জের পাঁচজন, তাহিরপুরের দুইজন, দোয়ারাবাজারের তিনজন, বিশ্বম্ভরপুরের একজন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একজন রয়েছেন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৮০ জন।

এ দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ছাতক উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন। যার মধ্যে তিনজন মারা গেছেন। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ৯৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৫ জন, দিরাইয়ে সাতজন, বিশ্বম্ভরপুরে ১৪ জন, শাল্লায় ১১ জন, তাহিরপুরে ১৬ জন, জামালগঞ্জে ১৩ জন, ধর্মপাশায় ১৭ জন, দোয়ারাবাজারে ২৭ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বলেন, রোববার রাতে পাওয়া রিপোর্টে জেলার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন এবং সুস্থ হয়েছেন ৮০ জন। নতুন আক্রান্তদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, করোনার হাত থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই ঘরে থাকতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ায়ই এখন ভালো। যদি বাজারে ও রাস্তাঘাটে লোকসমাগম না কমে তাহলে করোনা সংক্রমণ আরও বাড়বে।

আপনার মতামত দিন :