শ্রীমঙ্গলে সন্তানের সামনে ট্রেনে কেটে দু’ভাগ হয়ে গেলেন মা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

এফ.টি. উজ্জ্বল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর সঙ্গে থাকা ৪ বছরের সন্তান গুরুতর আহত হয়েছে। নিহত উজ্জ্বলা রানী দাশ (৩০) রাজনগর উপজেলার বড়গাও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করার সময় রেললাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনে কাটা পড়েন। তার শরীর কোমর থেকে কেটে দু’ভাগ হয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুটিরও একটি পায়ের কিছু অংশ কেটে যায়।

আহত শিশুটিকে তাৎক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ব্যপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে ৷

আপনার মতামত দিন :