ফেসবুক লাইভেঃ যিলহজ্ব মাসের ১০দিনের ফজীলত সম্পর্কিত বয়ান

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০

মোহাঃ নূরনবী তন্ময়, সিআরপি (সাভার) ক্যাম্পাস প্রতিনিধি।।

চিরচারিত নিয়ম অনুযায়ী ধর্ম প্রাণ মুসলিম সম্প্রাদয় যিলহজ্ব মাসের ১০তারিখে পবিএ ঈদুল আযহা পালন করে থাকেন। তবে যিলহজ্ব মাস জুড়ে রয়েছে নানান গুরুন্তপূর্ন ফজীলত ও নেকির ভান্ডার।


এসব বিষয়ে ১৯জুলাই বরিবার রাত ৯.১৫মিনিটের দিকে ”আলোর পথের যাএী” নামক ফেসবুক পেইজে লাইভে মাসিক আল কাউসার পএিকার লেখক ও সাভারের সিআরপি সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম/খতিব মাওঃ মুফতি মুজীবুর রহমান গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। উক্ত লাইভ অনুুুুষ্ঠানটি পরিচালনা করবেন মুহাম্মাদ জাকারিয়া মৃধা।


এতিমধ্যে মাওঃ মুজীবুর রহমান ফেসবুক পেইজ https://www.facebook.com/AlorPotherJatriAmara/ লিংকে সকল দেশ/ বিদেশে সকল ধর্মপ্রাণ মুসলিমদের স্বাগতম জানান। আরো বলেন, যিলহজ্ব মাসের ১০দিনের গুরুত্বপূর্ণ দ্বীনি মুজাকারা ও আলোচনা হবে ইনশআল্লাহ। সবাইকে ব্যস্ততার মাঝে একটু সুযোগ করে উক্ত ফেসবুক লাইভে অংশ নিতে অনুরোধ করেন।

আপনার মতামত দিন :